How Are You!!✪আসসালাম ওয়ালাইকুম✪আশা করি ভালোই আছেন।কারণ কেউ ভালো না থাকলে ★RifatBD★ তে ভিজিট করে না।আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি।তাই আপনাদের জন্য নিয়েআসলাম নতুন এক ট্রিক। প্রশ্ন : termux কি .....?
উত্তর 1: টারমাক্স (Termux) অ্যাপটি একটি ANDROID এর জন্যে ডেভেলপ করা টারমিনাল অ্যাপ । যেমনটি লিনাক্সে টার্মিনাল থাকে । তবে তফাত হচ্ছে লিনাক্স এর মতো অতো কাজ টারম্যাক্স দিয়ে করা যায় না । টারমাক্স (Termux) অ্যাপটি একটি ANDROID এর জন্যে ডেভেলপ করা টারমিনাল অ্যাপ ।
উত্তর 2: Termux হলো একটি এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন যা লিনাক্স আর্মেলের ওয়ার্কস্পেস এনভায়রমেন্ট (Linux Environment) প্রদান করে। এটি একটি কম্যান্ড লাইন ইন্টারফেস (Command Line Interface) যা ব্যবহারকারীদেরকে অ্যান্ড্রয়েড ডিভাইসে লিনাক্স এনভায়রমেন্টে প্রবেশ দেয় এবং প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, সার্ভার সেটআপ, হ্যাকিং ইত্যাদি ধরনের কাজগুলি করার সুযোগ প্রদান করে। Termux দ্বারা ব্যবহারকারীগণ টার্মিনাল এমুলেশন করতে পারেন এবং প্রিয় লিনাক্স টুলস এবং কমান্ডগুলি চালাতে পারেন। এটি একটি পাওয়ারফুল টুল যা প্রথমত ডেভেলপারদের এবং কম্পিউটার সায়েন্স প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য উপযুক্ত হতে পারে।
প্রশ্ন : Termux দিয়ে কি Hack সম্ভব...?
উত্তর : Termux হলো একটা লিনাক্স টার্মিনাল ইমুলেটর যা এন্ড্রয়েডে ব্যবহার করা হয়। এর মানে এটা দিয়ে অনেক কিছুই করা সম্ভব তবে ওয়াইফাই হ্যাক করার জন্য সেই নেটওয়ার্ক হ্যাকেবল হতে হবে। তবে চাইলেই যেকোনো নেটওয়ার্কে প্রবেশ করা সম্ভব না।
প্রশ্ন : Termux দিয়ে কি কি করা সম্ভব ..?
উত্তর : Termux এর মাধ্যমে আপনি নিম্নলিখিত কাজগুলি করতে পারবেন :
কম্পিউটার সায়েন্স এবং প্রোগ্রামিং: আপনি Termux এ লিনাক্স কমান্ডগুলি ব্যবহার করে পাইথন, জাভা, সি++, রুবি এবং অন্যান্য প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রাম চালাতে পারেন।
হ্যাকিং এবং নেটওয়ার্কিং: Termux এ নেটওয়ার্কিং প্রশিক্ষণ নিতে পারেন এবং নেটওয়ার্ক স্ক্যান করতে, পোর্ট স্ক্যান করতে, প্যাকেট স্নিফ করতে, ডস অ্যাট্যাক চালাতে পারেন।
সার্ভার সেটআপ: Termux ব্যবহার করে আপনি একটি ওয়েব সার্ভার সেটআপ করতে পারেন, ডাটাবেস সেটআপ করতে পারেন এবং SSH সার্ভার চালাতে পারেন।
পেনটেস্টিং এবং সিকিউরিটি: Termux দিয়ে আপনি অ্যাপ্লিকেশনগুলির সিকিউরিটি টেস্ট করতে পারেন এবং সিকিউরিটি অফিসার হিসাবে নিজেকে পরীক্ষা করতে পারেন।
Termux Command
Termux কমান্ড কি?
termux একটা টার্মিনাল যেটাকে নির্দেশনা দেওয়ার জন্য গ্রাফিকাল কোনো রাস্তা নেই ।
অর্থাৎ আপনি ফোন এর বাকি কাজগুলোর মত ক্লিক করে কাজ করতে পারবেন না । এর জন্য আপনাকে নির্দেশ দিতে কিছু কমান্ড না নির্দেশ লিখে দিতে হয় ।
এক কথায়, termux কমান্ড হলো টার্মিনাল কমান্ড যে গুলো ব্যাবহার করে কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়।
যেহেতু termux লিনাক্স এর উপর ভিত্তি করে বানানো তাই এতে ব্যাবহৃত কমান্ড গুলো লিনাক্স এর কমান্ডারের মতোই।
Termux কমান্ডারের তালিকা:
কিছু সহজ কমান্ড, যে গুলো মাধ্যমে termux এ ফাইল অ্যাকসেস এবং মানাজিং করা হয়।
1. Termux কে স্টোরেজ পারমিশন দেওয়ার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।
termux-setup-storage
এই কমান্ডটি ব্যাবহার করে আপনি termux এ আপনার স্টোরেজ এর পারমিসন দিতে পারবেন । ইন্টারনাল এর অ্যাকসেস দিতে এটি ব্যাবহার করুন ।
2. ডিরেক্টরি অর্থাৎ আপনার অবস্থান পরিবর্তন এবং ব্যাবহার করতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন।
cd
cd এর পূর্ণরূপ হলো change directory
Note : Termux এর ডিফল্ট ডিরেক্টরি হলো /data/data/com.termux/files/home
আপনি নিচের কমান্ডটি ব্যাবহার করে যেকোনো সময় ডিফল্ট হোম ডিরেক্টরিতে আসতে পারবেন।
cd $HOME
ডিফল্ট ডিরেক্টরি থেকে স্টোরেজ এর ফাইল অ্যাকসেস করতে ব্যাবহার করুন :
cd /storage অথবা cd /sdcard
3. আপনি এখন কোন ডিরেক্টরিতে আছেন সেটা দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।
pwd
4. Termux এ তালিকা বা লিস্ট দেখার কমান্ড
[ 1 ] বর্তমান ডিরেক্টরির সাব ডিরেক্টরি এবং ফোল্ডারের মধ্যে থাকা কন্টেন্ট গুলো দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।
ls
ls কমান্ড ব্যবহার করে আপনি আপনার ডিরেক্টরিতে থাকা সকল পাবলিক ফাইল দেখতে পারবেন ।
[ 2 ] লুকানো ফোল্ডার, সাইজ, মডিফাইড তারিখ এবং সময় দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন
ls -l
এছাড়া আপনি ফাইল দেখার জন্য la কমান্ড ইউজ করে দেখতে পারেন ।
5. এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার এ ফাইল কপি করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন
cp (file path) (target path)
উদাহরণ: cp /sdcard/download/file $HOME
6. একই ভাবে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার এ ফাইল মুভ করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।
mv
উদাহরণ: mv /sdcard/download/filename $HOME
এতে করে আপনার ফাইল টি termux এর ডিফল্ট ডিরেক্টরি তে সেভ হয়ে যাবে ।
7. নতুন ফোল্ডার তৈরি করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।
mkdir
উদাহরণ: mkdir New
এতে করে New নামক একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে ।
8. ফোল্ডার এবং ফাইল ডিলেট করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।
rm -rf (file or directory name)
Or
rm -r (file or directory name)
উদাহরণ: rm -r New
9. Termux zip এবং unzip কমান্ড।
[ 1 ] জিপ ফাইল তৈরি করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন
zip
[ 2 ] জিপ ফাইল আনজিপ করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন
unzip
10. Termux ভিউ কমান্ড
[ 1 ] PHP ফাইল দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন
echo [file name]
[ 2 ] txt ফাইল দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন
cat
[ 3 ] কোনো প্যাকেজ এর বিস্তারিত তথ্য জানতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন
apt show [package name]
11. Termux নেটওয়ার্কিং কমান্ড
[ 1 ] বর্তমান নেটওয়ার্কের বিস্তারিত তথ্য জানতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন
ifconfig
এটি ব্যাবহার করে আপনার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । লোকাল আইপি অ্যাড্রেস ও পেয়ে যাবেন .
[ 2 ] কোনো ওয়েবসাইট আপনি অ্যাকসেস করতে পারবেন কিনা টা জানতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন
ping
উদহারন:ping google.com তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন RifatBD এর সাথেই থাকুন !ধন্যবাদ!
No responses to Termux কি?
Be first Make a comment.